দুর্ঘটনা : মাটি কাটা শ্রমিক কলিম নিহত

দামুড়হুদার সদাবরিতে মাটিভর্তি পায়ারলিতে উঠতে গিয়ে বিপত্তি

 

কুড়ুলগাছি প্রতিনিধি: চলন্ত পাউয়ারটলিতে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে মাটিকাটা শ্রমিক সদাবরি গ্রামের কলিম উদ্দিন নিহত হয়েছেন।

জানা গেছে, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের হালসনা পাড়ার দাউদ খাঁর ছেলে ৩ সন্তানের জনক কলিম উদ্দিন (৫০) মাটি কাটা কাজে যান। গতকাল সকাল ৮টার দিকে নবাবপাড়ার মাঠ থেকে মাটিবোঝাই একটি পাউয়ারটলিতে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান। এ সময় তিনি চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান কলিম উদ্দিন। কলিম উদ্দিনের লাশ গ্রামে নেয়া হলে স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ। গতকালই কলিম উদ্দিনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।