মেহেরপুর জেলা কৃষকদলের প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি পেশ

মেহেরপুর অফিস: কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তির দাবিতে এবং সার-বীজ, তেল ও কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদলের ১৩ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মেহেরপুর জেলা কৃষকদল ওই প্রতিবাদ মিছিল বের করে ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রব মাস্টার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াছ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা তাঁতিদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান হাবু, কৃষক নেতা মাহবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফায়েল আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে জেলা কৃষকদলের নেতৃবৃন্দ মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের পক্ষে এনডিসি আমিনুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।