চুয়াডাঙ্গা-৬ বর্ডারগার্ডের পরিচালক লে. কর্নেল বিজিবি পদকে ভূষিত : দর্শনা প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

হারুন রাজু: চুয়াডাঙ্গা-৬ বর্ডারগার্ডের অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান বিজিবি পদকে ভূষিত হয়েছেন। কর্মদক্ষতা, দুরদর্শিতা, সাহসিকতা, নিষ্ঠা ও আন্তরিকতার সুফল হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় এ পুরস্কারে ভূষিত হওয়ায় লে. কর্নেল মনিরুজ্জামানকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে সংবর্ধিত লে. কর্নেল মনিরুজ্জামান সংক্ষিপ্ত আলোচনায় বলেন, চোরাচালান ও মাদকমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা আমাকে অনেক এগিয়ে নিয়েছে। সাংবাদিকদের মাদক ও চোরাচালানবিরোধী সাহসী ভূমিকা আমাকে অভিভূত ও অনুপ্রাণিত করেছে। আজকের পুরস্কার শুধু আমার নয়, এ পুরস্কার চুয়াডাঙ্গা জেলার সকলের। এ সময় তিনি দর্শনা প্রেসক্লাব উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডলের সভাপতিত্বে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়ক মনিরুজ্জামান ধীরু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি চঞ্চল মেহমুদ, প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, মাহমুদ হাসান রনি, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, রাজিব মল্লিক, জিল্লুর রহমান মধু, আজিম উদ্দিন, আ. জলিল, মনজুরুল আহম্মেদ, মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু প্রমুখ। ইকরামুল হক পিপুলের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে জাতীয় পুরস্কারে ভূষিত লে. কর্নেল মনিরুজ্জামানকে।