কুষ্টিয়ায় আওয়ামী লীগের সংঘর্ষে নিহত ১ : আহত ৮

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মীরপুর উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত আট জন। গতকাল শুক্রবার রাতে এ সংঘর্ষে নিহত নুর ইসলাম (৫০) পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশাররফ হোসেনের সমর্থক বলে পুলিশ জানিয়েছে।

মীরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশাররফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা পারভেজের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে রাত পৌন ৮টার দিকে পোড়াদহ বাজারের পাশে দুই পক্ষের সর্মথকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দেশি অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করা হয়। এ সময় দুপক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম (৫০), নুরু বিশ্বাস (৫৫), সজীব (৩০), সোহেলসহ (৩৫) উভয়পক্ষের নয়জন আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে নুর ইসলাম মারা যান। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে রিন্টু নামের পারভেজ গ্রুপের একজনকে আটক করেছে পুলিশ।