রমযান সভাপতি ফারুক সাধারণ সম্পাদক

দামুড়হুদার কুড়লগাছি ইউনিয়ন ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন

 

হাসেম রেজা: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রলীগনেতা আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাউলী ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহমতুল্লা, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, আ.লীগ নেতা আবুল হোসেন, এনামুল করিম ইনু, সরোয়ার, হাসমত আলী, ইমদাদুল মালিতা, তারিকুজামান, মারুফ হোসেন, নজরুল ইসলাম, মিজানুর রহমান, মন্টু, আ. কুদ্দুস, নাসির ও খালেক। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মদ রিংকু। সম্মেলন উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুল বিশ্বাস মিঠু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, শরিফ মাস্টার, রানা, শিরিন, বিপু, দিপু, আমিরুল প্রমুখ। পরে রমযানকে সভাপতি ও ফারুককে সম্পাদক করে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্মেলন কমিটির যুগ্মআহ্বায়ক চঞ্চল।