সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ করার ইঙ্গিত

স্টাফ রিপোর্টার: আব্দুল কাদের মোল্লার রিভিউ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্যদিয়ে আপিলের যেকোনো রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারার বিষয়টি স্পষ্ট হওয়ায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ক্ষেত্রে সেই সুযোগ নেয়ার ইঙ্গিত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জামায়াতের নায়েবে আমির সাঈদীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেও সেই রায়ের বিরুদ্ধে আপিল করে সাজা যাবজ্জীবন কারাদণ্ডে কমিয়ে এনেছেন তিনি। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে কি-না, তা এতোদিন ঝুলে ছিলো আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায়। রায় পুনর্বিবেচনায় কাদের মোল্লার আবেদন গ্রহণ করে শুনানি শেষে তা খারিজের আদেশ গত বছরের ডিসেম্বরে আপিল বিভাগ দিলেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সব মামলায় রিভিউ করা যাবে কি-না, সংক্ষিপ্ত রায়ে তার কোনো উল্লেখ ছিলো না। আপিল বিভাগের চূড়ান্ত রায় প্রকাশ এবং রিভিউ আবেদন খারিজের পর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হলেও এরপর সম্প্রতি জামায়াতের আরেক নেতা মো. কামারুজ্জামানের চূড়ান্ত রায় হলে পুনরায় রিভিউয়ের বিষয়টি সামনে আসে। অ্যাটর্নি জেনারেলসহ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলে আসছিলেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার বিশেষভাবে প্রণীত আন্তর্জাতিক অপরাধ আইনে হওয়ায় এক্ষেত্রে অন্যসব ক্ষেত্রে প্রচলিত রিভিউয়ের সুযোগ নেই। তবে জামায়াত নেতাদের আইনজীবীদের বক্তব্য ছিলো রিভিউ সাংবিধানিক অধিকার এবং এ সুযোগ সবারই প্রাপ্য। কামারুজ্জামানের রিভিউ আবেদন করা নিয়ে বিতর্কের মধ্যেই মঙ্গলবার কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এই রায়ে বলা হয়েছে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে দণ্ডিতদের ক্ষেত্রেও আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন গ্রহণযোগ্য (মেনটেইনেবল) হবে। তবে তা আপিলের সমকক্ষ হবে না।