নিরাপত্তা নিয়ে শঙ্কিত মোদির স্ত্রী!

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন নিজের নিরাপত্তার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সরকারি নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, ভারতের তথ্য অধিকার আইনের আওতায় যশোদাবেন গুজরাট রাজ্যের মেহসানা পুলিশের কাছে করা এক আবেদনে তাকে দেয়া সরকারি নিরাপত্তার ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। তথ্য অধিকার আইনের আওতায় পেশ করা আবেদনে যশোদাবেন লিখেছেন, আমি ভারতের প্রধানমন্ত্রীর স্ত্রী। আমি জানতে চাই ভারতীয় সংবিধান এবং আইনের কোন ধারায় আমাকে নিরাপত্তা দেয়া হচ্ছে। তিনি আরও লিখেছেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার ব্যক্তিগত দেহরক্ষীদের গুলিতে নিহত হন। আমাকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে, তা নিয়ে আমি আতঙ্কিত। সুতরাং আমার জন্য যে নিরাপত্তা রক্ষী দেয়া হয়েছে, তাদের বিস্তারিত তথ্য আমাদের জানানো হোক। যশোদাবেন জানিয়েছেন, তিনি চলাফেরা করেন বাসে বা অন্য গণপরিবহনে। আর নিরাপত্তারক্ষীরা কারের মতো সরকারি গাড়িতে চড়ে তাকে অনুসরণ করেন। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা যশোদাবেনের সাথে নরেন্দ্র মোদির বিয়ে হয় ১৭ বছর বয়সে। কিন্তু বহু বছর ধরে তারা এক সাথে থাকেন না। নরেন্দ্র মোদি যে বিবাহিত ছিলেন তা অনেক দিন পর্যন্ত গোপন রেখেছিলেন। এ বছরের এপ্রিলে নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি যে মনোনয়নপত্র পেশ করেন, সেখানেই তিনি প্রথম প্রকাশ করেন যে তিনি বিবাহিত এবং যশোদাবেন তার স্ত্রী। যশোদাবেন থাকেন গুজরাটের মেহসানা জেলায় তার ভাইয়ের সাথে।