জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনে রেকর্ড

 

স্টাফ রিপোর্টার: এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন করেছে ৫ লাখ ৩৭ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী। গত ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষে ভর্তির আবেদনে করেছিলো ৪ লাখ ২৬ হাজার শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৩০ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হয়। আগামী ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশের প্রায় ২শটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডমিশন কমিটির সভায় বলেন, আগে কখনো এতো বিপুল সংখ্যক শিক্ষার্থী ভতির আবেদন করেনি। এ শিক্ষার্থীরা ৪ বছরের মধ্যে অনার্স পাস করতে পারবে। গত সেশনে যারা ভর্তি হয়েছে, তাদের থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট থাকবে না মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।