চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের দায়ের করা মামলায় আদালতের রায়
স্টাফ রিপোর্টার: বাংলা মদ রাখার দায়ে চুয়াডাঙ্গা জিনতলাপড়ার সাঈদ ও আলমডাঙ্গা পারকৃষ্ণপুরের লালুকে ২ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সহকারী জজ ১ম আদলতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। রায়ের পর এদেরকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ সালের ১১ অক্টোবর বড়বাজারে গরু জবাই করার টিনশেড ঘরের মধ্যে অভিযান চালায়। এ সময় ৯ লিটার বাংলামদসহ চুয়াডাঙ্গা শহরের জিনতলাপাড়ার শফি উদ্দিন মণ্ডলের ছেলে সাঈদ মণ্ডল (৪৫) ও আলমডাঙ্গা মুন্সিগঞ্জ পারকেষ্টপুর গ্রামের উম্বাদ আলীর ছেলে লালু মিয়াকে আটক করে। পরে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের এএসআই নিয়াজ মোর্শেদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী) ২০০৪ এর ২২ (গ) ধারায় অবধ্যভাবে মাদকদ্রব্য বাংলামদ বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখার অপরাধে আসামি সাঈদ মণ্ডল ও লালু মিয়াকে ২ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদাণ্ডে দণ্ডিত হবে।