কমছে তাপমাত্রা : জেকে বসছে শীত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ দেশের উত্তরাঞ্চলে তরতর করে নামছে তাপমাপা যন্ত্রের পারদ। দিনে তাপমাত্রা বেশি থাকলেও রাতের তাপমাত্রা নেমে আসছে অসহনীয় পর্যায়ে। গতকাল সোমবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ও ইশ্বরদীতে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় ছিলো ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও ঈশরদীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।