আলমডাঙ্গার বেলগাছিতে ভুট্টাক্ষেতে পাউয়ারটিলার যাওয়াকে কেন্দ্র মহিলাসহ ৩ জনকে পিটিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: ভুট্টাক্ষেতে পাউয়ারটিলার যাওয়াকে কেন্দ্র করে মহিলাসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত রোববার রাত ৮টার দিকে তাদেরকে পিটিয়ে আহত করা হয়। গতকাল সকাল ১০টার দিকে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মালিতাপাড়ার আকবর আলীর দু ছেলে মঙ্গল আলী (৪০) ও মনিরুদ্দিন (৩৫) এবং মঙ্গল আলীর স্ত্রী বুলবুলি খাতুনকে (৩৭) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অভিযোগ করে বলেছেন, রোববার রাতে গ্রামেরই সুবেদ মালিতার দু ছেলে মোশারফ মালিতা ও ইজাল মালিতা, জালাল মালিতার ছেলে সেলিম তাদেরকে বাড়ি ওপর এসে মারধর করেছে।

ঘটনার বনর্ণা দিতে গিয়ে মঙ্গল আলী বলেছেন, গ্রামেরই মোশারেফ মালিতার ভুট্টাক্ষেতের ভেতর দিয়ে পাউয়ারটিলার নিয়ে যায় আমি। এর আগে অন্যরাও নিয়ে গেছে। মাঠে যাওয়ার অন্য কোনো পথ না থাকায় ওই ভুট্টার জমির ওপর দিয়ে গ্রামের লোকজন মাঠে পাউয়ারটিলার নিয়ে যায়। আমি গেছি। এ খবর পেয়ে মোশারেফ ও তার লোকজন নিয়ে আমার বাড়িতে এসে পরিবারের লোকজনকে মারধর করেছে।