শৈলকুপায় বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর : তিন বরযাত্রী আহত

 

শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার ১৪ নং দুধসর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের ঋষিপাড়ায় বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্তরা এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ সময় বিয়ে বাড়িতে বর আসন ভাঙচুর ও বরযাত্রীদের খাবার নষ্ট করে তারা। এ হামলায় ৩ বরযাত্রী আহত হয়। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

ঋষিপাড়ার সুনীল দাস জানান, শৈলকুপার চণ্ডিপুর গ্রামের নিরঞ্জন দাসের কন্যা রিনা দাসের সাথে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিজয় দাসের ছেলে দিপু দাসের সাথে আনুষ্ঠানিকভাবে রাতে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা চলতে থাকে। এ সময় রাত ১২টার দিকে পার্শ্ববর্তী ব্রাহিমপুর গ্রামের রশিদের ছেলে অনিক, ফারুকের ছেলে আমান, মশিয়ারের ছেলে তারেক, দুধসর গ্রামের ফয়েজ উদ্দিন শেখের ছেলে কামাল হোসেনসহ বেশ কয়েকজন বখাটে বিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে অশ্লীল কার্যকলাপ চালাতে থাকে। কনেপক্ষের লোকজন তাদের বাধা দিলে তারা বর আসন ভাঙচুর ও বরযাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় ৩ বরযাত্রী আহত হয়। পরে তারা পুনরায় বিয়ে বাড়ির সমস্ত খাবার ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আলী প্রিন্স, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। পরে পুলিশ এ ঘটনার সাথে জড়িত দুধসর গ্রামের ফয়েজ উদ্দিন শেখের ছেলে কামাল হোসেনকে আটক করেছে।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার চণ্ডিপুর গ্রামের ঋষিপাড়ায় বিয়ে বাড়িতে হামলার ঘটনায় কামাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।