মেহেরপুর হরিরামপুরে বিদ্যুত সংযোগ উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকালে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে বৈদ্যুতিক লাইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আবুল হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল, সাধারণ সম্পাদক আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিরামপুর গ্রাম আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার নতুন লাইন নির্মাণ করে হরিরামপুর গ্রামের ৮১টি বাড়িতে নতুন ওই সংযোগ দেয়া হয়।