দামুড়হুদায় মোটরশ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে এক পক্ষের সমর্থকের ওপর অপরপক্ষের অতর্কিত হামলা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দর্শনায় মোটরশ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ সম্পদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজিম উদ্দিনের সমর্থকের ওপর একই পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুল আলম বকুলের সমর্থকরা আতর্কিত হামলা চালিয়ে রোকন (৩২) নামের একজনকে রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত রোকন দর্শনা কলেজ পাড়ার দীন মোহাম্মদের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে দর্শনা রেলগেটস্থ কফি হাউজের সামনে এ ঘটনা ঘটে।

আহত রোকন জানান, গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনায় মোটরশ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পদক পদে কুঁড়েঘর প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজিম উদ্দিনের একটি নির্বাচনী ৱ্যালি বের হয়। ৱ্যালি শেষে আমিসহ ৱ্যালিতে অংশ নেয়া কয়েকজন দর্শনা রেলগেটস্থ কফি হাউজে কপি খাচ্ছিলাম। এ সময় হাতুড়ি প্রতীক নিয়ে একই পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুল আলম বকুল ও তার দু সমর্থক দর্শনা মোবারকপাড়ার মিলন ও মান্নান কপি হাউজে ঢুকে আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা রড দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আহত রোকন বাদী হয়ে রাতেই ৩ জনের নামে দামুড়হুদা মামলা করেছেন।