আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার নবনির্বাচিত কমিটি সাক্ষাৎ করলো জাতীয় সংসদের হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সাথে। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হুইপের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত কমিটির সভাপতি রিয়াজ উদ্দীন, সহসভাপতি আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন, যুগ্মসম্পাদক রাজাবুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক জিনারুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য বিল্লাল হোসেন, কেপাতুল্লাহ, গোলাম রাসেল, রবিউল হক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাউছার আহমেদ বাবলু, জেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, যুবলীগ নেতা ডিটু, ফারুক, সৈকত খান, সাইফুর রহমান পিন্টু প্রমুখ।
এ সময় হুইপ নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আমি যেমন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আসনের নির্বাচিত এমপি। আপনারাও শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার নির্বাচিত নেতৃবৃন্দ। কে ভোট দেয়নি তা ভুলে গিয়ে সকলকে আপন ভেবে সকলের জন্য কাজ করতে হবে। সঙ্কীর্ণ মানসিকতার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। নিজেদের সংগঠনের উন্নয়নের সাথে সাথে সামাজিক দায়িত্ব পালন করতে হবে।