আলমডাঙ্গা আনন্দধাম ব্রিজমোড়ে অটোচালক ও ভ্যানচালকদের মধ্যে মারামারির সূত্র ধরে কয়েকটি দোকান ভাঙচুর

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আনন্দধাম ব্রিজমোড়ে অটোচালক ও ভ্যানচালকদের মধ্যকার মারামারির সূত্র ধরে কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গা আনন্দধান ব্রিজের ওপর অটোরিকশা ও ভ্যান দাড়ানোকে কেন্দ্র করে গতকাল বেলা ১১টার দিকে কথা কাটাকাটি হয়। এরপর আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের গফুরের ছেলে আরিফ ও সের আলীর ছেলে সজল তাদের সঙ্গীয় ১৫/২০ জন অটোচালকদের সাথে নিয়ে দেশীয় অস্ত্র হাতে ভ্যানচালকদের খুঁজতে থাকে। পূর্বের বিসমিল্লাহ ফার্মেসি ও তার ভাইয়ের পান-সিগারেটের দোকানের সামনে অটো দাঁড়াতে না দেয়ার কারণে সৃষ্ট দন্দের জের ধরে আরিফ ও তার সঙ্গীরা ওই দুটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বেলগাছি গ্রামের মৃত শামছদ্দিনের ছেলে বিসমিল্লাহ ফার্মেসির মালিক ডা. আরিফুর রহমান আহত হন।