খাড়াগোদায় মানবপাচার মামলার প্রধান আসামি জামিরুল গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তিতুদহের খাড়াগোদা গ্রামে অভিযান চালিয়ে মানব পাচার ও হত্যামামলার প্রধান আসামি কথিত আদমব্যাপারী জামিরুলকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জামিরুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে জামিরুলের গ্রেফতারের খবর শুনে গা-ঢাকা দিয়েছে একই মামলার অপর আসামি ছাদেক আলী। পুলিশ ছাদেককে ধরতে জাল বিস্তার করেছে। এদিকে পাচারকারী জামিরুল ও ছাদেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে এলাকাবাসী।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার আমির আব্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান তিতুদহে খাড়াগোদা বাজারপাড়ায়। গ্রামের সোনাই মণ্ডলের ছেলে শাহাদতকে পাচার ও হত্যামামলার প্রধান আসামি কথিত আদমব্যাপারী আফসারের ছেলে জামিরুলকে (৪০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামিরুলকে গতকাল শুক্রবার সকালেই আদালতে সোপর্দ করে পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের ১০ জুলাই চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা দক্ষিণপাড়ার সোনাই মণ্ডলের ছেলে শাহাদতসহ ৪ জনকে পানিপথে মালয়েশিয়ায় নিয়ে যায় একই গ্রামের কথিত আদমব্যাপারী জামিরুল, আসমান মণ্ডলের ছেলে সাদেক আলী ও হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের আবজেল আলীর ছেলে আশাবুল ওরফে আশা। সে সময় শাহাদতের পরিবারের নিকট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় আদমব্যাপারীরা। যাওয়ার ৫ দিনের মাথায় আদমব্যাপারীরা সময়মতো বাকি আরও ১ লাখ টাকা দিতে দেরি করায় নির্যাতন শেষে হাত-পা বেঁধে সাগরের পানিতে ফেলে দিয়ে হত্যা করে শাহাদতকে। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক করা হয়। বিচার না পেয়ে অবশেষে নিহত শাহদাতের ভাই ছিদ্দিক গত ১৬ অক্টোবর তাদের বিরুদ্ধে হত্যা ও মানবপাচার দমন আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। এলাকাবাসী জানায়, মামলা করার পর থেকে আসামিরা নিহত শাহাদতের পরিবারকে বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছিলো।

Leave a comment