জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী : চুয়াডাঙ্গায় আলোচনাসভা

 

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা জাসদের সভাপতি অ্যাড. আকসিজুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আতিয়ার রহমান, আসির উদ্দীন কলম, মাসুদ রানা উজ্জ্বল, সাইদুর রহমান মিন্টু, তৌহিদ হোসেন তোতা, ডা. হুসেন আলী, সাবিনা ইয়ামিন চম্পা, রেকসোনা খাতুন, আব্দুল আজিজ, আবুল হোসেন সরদার, লাভলুর রহমান লাবলু প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে দর্শনায় জাসদের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা পৌর জাসদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর জাসদের সভাপতি হাজি হারুন-অর রশিদ। আলোচনা করেন- জাসদ নেতা জাহাঙ্গীর আলম লুল্লু, জিয়াউর রহমান বাবলু, কুরবান আলী, জামাল উদ্দিন, জাকির হোসেন, আলমগীর হোসেন মিল্টন, আবুল হোসেন, রেজাউল করিম, রাজু প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলা জাসদের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শাইনক্লাব চত্বরে জীবননগর উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহসভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক শামসুল আলম, কৃষিবিষয়ক সম্পাদক হযরত আলী, জাসদ নেতা মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান শাকিল, হারুন অর রশিদ, মন্টু প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় জাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বিকেলে আলোচনাসভা ও সন্ধ্যায় শহরে মশাল মিছিল বের করা হয়। উপজেলা জাসদের আহ্বায়ক মোল্লা গোলাম সরোয়ারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের অহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জাসদ নেতা ইস্রাবুল হক গ্রিন, আশরাফ আলী, মনির উদ্দীন মনি, লিপন আলী।

পৌর জাসদের আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজের উপস্থাপনায় বক্তব্য রাখেন কুমারী ইউনিয়ন জাসদ নেতা বাবু, হারদী ইউনিয়ন নেতা রিয়াজ উদ্দীন, আলমডাঙ্গা পৌর কাউন্সিলর ডালিম হোসেন, শ্রমিক জোটের সভাপতি শের আলী, সম্পাদক জহুরুল ইসলাম, ডাউকি ইউনিয়ন জাসদ নেতা আখের আলী, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি সৈকত আলী, সম্পাদক মাসুদ হোসেন প্রমুখ।

সন্ধ্যায় জেলা জাসদের আহ্বায়ক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলী ও উপজেলা জাসদের আহ্বায়ক মোল্লা গোলাম সরোয়ারের নেতৃত্বে শহরে মশাল মিছিল বের করা হয়।