হামলাকারীদের গ্রেফতার করা না হলে বড় ধরনের আন্দোলনের আভাস

দর্শনা চেকপোস্টে সাংবাদিক মামুনের ওপর ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলার প্রতিবাদ সমাবেশ

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর চেকপোস্টে সংবাদ সংগ্রহকালে দালালচক্রের হামলার শিকার হন সাংবাদিক আহসান হাবীব মামুন। এছাড়া দুর্বৃত্তরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আহত হন কয়েকজন সাংবাদিক। চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের সাংবাদিক পৃথক দুটি হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। হামলাকারীদের অবিলম্বের গ্রেফতারের দাবি তুলে দর্শনা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা রেলবাজারের বটতলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক মনিরুজ্জামান ধীরু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক এফএ আলমগীর, কামরুজ্জামান যুদ্ধ, জিল্লুর রহমান মধু, মোস্তাফিজুর রহমান কচি, আজিম মল্লিক, আ. জলিল, আলমগীর কবির, সুজন, ফয়সাল, রয়েল প্রমুখ।