শারীরিক প্রতিবন্ধী ছাত্রকে নির্মম বেত্রাঘাত

 

চুয়াডাঙ্গার প্রাইভেট টিউটর কিরনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: ৯ম শ্রেণির শারীরিক প্রতিবন্ধী ছাত্র আবিদ হাসানকে বেত্রাঘাতে গুরুতর আহত করেছেন তার প্রাইভেট টিউটর কিরন। চুয়াডাঙ্গা জেলা শহরের কানাপুকুরপড়ার প্রাইভেট টিউটর কিরনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রাইভেট পড়ানোর সময় শারীরিক প্রতিবন্ধী ছাত্র আবিদ হাসানকে বেত্রাঘাতে পিঠ দেগে দেয়া হয়।

বেত্রাঘাতে আহত আবিদ হাসান চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে চুয়াডাঙ্গা জেলা শহরের মাঝেরপাড়ার সোহেল আহম্মেদের ছেলে। বেশ কিছুদিন ধরে আবিদ হাসান শহরের কানাপুকুরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে কিরনের নিকট প্রাইভেট পড়ে আসছিলো। গতকাল রোববার বিকেলে শিক্ষক কিরন তার শারীরিক প্রতিবন্ধী ছাত্র আবিদ হাসানকে বেত দিয়ে মারপিট করেন। বেত্রাঘাতে পিঠে দাগ বসে যায়। আবিদ হাসান বাড়ি ফিরে পিতা-মাতার নিকট বিষয়টি জানালে ক্ষোভের আগুনে জ্বলতে থাকেন তারা। একপর্যায়ে আবিদ হাসানকে নিয়ে সদর থানায় হাজির হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী ঘটনার বর্ণনা শুনে মামলা গ্রহণ করেন। দ্রুত আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন। গতরাতে আসামিকে ধরতে অভিযান চালানো হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কেন শারীরিক প্রতিবন্ধী ছাত্রকে বেত্রাঘাত? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে ছাত্র আবিদ হাসান বলেছে, কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম। গায়ে জ্বর ছিলো। এ কারণে কামাই হয়েছে। বাড়ির পড়াও করে যেতে পারিনি। এ কারণেই কিরন স্যার আমাকে বেদম বেত্রাঘাত করেন।