জয়ের খোঁজে একাদশে পরিবর্তনের ইঙ্গিত টিটোর

স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কার বিপক্ষের দ্বিতীয় প্রীতি ম্যাচের শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটো। যশোরের প্রথম প্রীতি ম্যাচের ভুলগুলো শুধরে রাজশাহীর ম্যাচে জয় পেতে চান তিনি। আজ সোমবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলা সোয়া তিনটায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় প্রীতি ম্যাচ। ম্যাচটি সামনে রেখে রোববারের সংবাদ সম্মেলনে শুরুর একাদশে পরিবর্তনের কথা বলেন টিটো। দলের সবাই মোটামুটি সুস্থ। তেমন কোনো চোট নেই। তবে হেমন্তকে নিয়ে একটু অনিশ্চয়তা আছে; ওর পিঠে ব্যথ্যা। মিঠুনের ঠাণ্ডা লেগেছে। একাদশে পরিবর্তন থাকবে। ডেনমার্ক থেকে ফেরা মিডফিল্ডার জামাল ভূইয়াকে ‘ক্লান্তির’ কারণে প্রথম প্রীতি ম্যাচে খেলাননি টিটো। রাজশাহীতে তার খেলার সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ কোচ। হেমন্তকে খেলার পাকা সিদ্ধান্ত এখনো নেইনি। আবার জামালকেও শুরু থেকে খেলাতে পারি। জামাল নামলে নাসিরকে পেছনে খেলতে হতে পারে।
প্রথম প্রীতি ম্যাচে আক্রমণে এগিয়ে থাকলেও একটি মাত্র গোল পায় স্বাগতিকরা। গোলটি করেন জাহিদ হাসান এমিলি। কিন্তু এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি টিটোর দল। যশোরের ভুলগুলো তাই রাজশাহীতে শুধরে নেয়ার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ। আমাদের লক্ষ্য ছিলো, প্রথম ম্যাচ জেতার, কিন্তু তা পারিনি। আমরা অনেক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারিনি। তো আগের ম্যাচের ভুলগুলো শুধরে নেয়া কোচ ও ফুটবলারদেরও কাজের অংশ। সেগুলো শুধরে নিয়েই আমরা নামতে চাই। শ্রীলঙ্কা প্রথম প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ ডিফেন্স করেছে। পরিস্থিতির কারণে আমাদেরকেও আক্রমণের সাথে রক্ষণ নিয়ে ভাবতে হয়েছে। তবে রাজশাহীতে আমরা আরো ভালো ফুটবল খেলতে চাই এবং জিততে চাই, যোগ করেন তিনি। যশোরে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করার অতৃপ্তি ঘোঁচাতে চান বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামও। আমরা যদি জয়লাভ করি, তাহলে বাংলাদেশ হাসবে। শতভাগ নয়, রাজশাহীতে জয়ের জন্য আমরা সামর্থ্যের দুশো ভাগ দিয়ে চেষ্টা করবো।