হুজি নেতা সাঈদকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

 

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বোমা হামলা মামলায় হুজি নেতা আবু সাঈদকে দু সপ্তার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টের জামিন আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।

২০০১ সালে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বোমা হামলার ঘটনায় হত্যা অপচেষ্টা মামলা দায়ের করা হয়। এ মামলায় গত ৮ জুলাই বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ আবু সাঈদের জামিন মঞ্জুর করেন। এ জামিন আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল ওই আবেদনের ওপর অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেয়।