গাংনীর তেঁতুলবাড়িয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসপি

 

মাদকব্যবসায়ী ও চোরাচালানীদের বিরুদ্ধে প্রতিরোধ জরুরি

গাংনী প্রতিনিধি: মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন, সমাজটাকে সুন্দর করতে হলে মাদকব্যবসায়ী, মাদকসেবী ও চোরাচালানীদের নির্মূল করতে হবে। স্থানীয় মানুষ যদি পুলিশকে সহযোগিতা না করে পুলিশের একার পক্ষে তা সম্ভব নয়। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে সহজেই নির্মূল করা যাবে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক শিক্ষক মোফাজ্জেল হোসেন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন, তেঁতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী ও মোকাদ্দেস হোসেন প্রমুখ।