মুজিবনগরে মতবিনিময়সভায় এমপি ফরহাদ হোসেন

 

য়া মুক্তিযোদ্ধা ঠেকাতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকতে হবে

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের হিসেবে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বহুবিধ কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্বাধীনতার সুতিকাগার এ মুজিবনগরে চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে। সেখানে মুক্তিযোদ্ধাদের কার্যালয়, দোকান ও রেস্টহাউজ থাকবে। যা থেকে স্থায়ী আয়ের ব্যবস্থা হবে। তবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ভুয়া মুক্তিযোদ্ধা যেন তৈরি না হয় সেদিকে মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা হলে তারা দেশ ও জাতিকে বিভ্রান্ত করবে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতিবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময়সভায় অতিথি ছিলেন সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম, মুজিবনগর উপজেলা কমান্ডার আব্দুল জলিল, সহকারী কমান্ডার (সাংগঠনিক) মহাসিন আলী ও দায়িরাপুর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দীন। উপস্থিত ছিলেন এ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ। এর আগে এমপি ফরহাদ হোসেন দোদুল মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। স্থান নির্ধারণ করে দ্রুত কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এমপি।