আলটিমেটাম শেষ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার: মহানবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে থাকা আবদুল লতিফ সিদ্দিকীকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না- এ মর্মে কারণ দর্শাতে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষর করা এ চিঠি লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। রাজধানীর জিগাতলা পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি ডাকে কালিহাতির স্থায়ী ঠিকানায় পাঠানো নোটিশের জবাব সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে। এতে দলের প্রেসিডিয়ামের পদ থেকে তাকে অব্যাহতির বিষয়টিও উল্লেখ করা হয়।

এদিকে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য থাকা না থাকা নিয়ে বিতর্ক চলছেই। গতকাল জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, আওয়ামী লীগের সদস্য পদ হারালেও লতিফ সিদ্দিকী সংবিধান অনুযায়ী এমপি পদ হারাবেন না। তবে এ বিষয়ে স্পিকার দেশে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে দেয়া ইসলামী দলগুলোর আলটিমেটাম আজ শেষ হচ্ছে। পরবর্তী কর্মসূচি ঠিক করতে গতকাল তারা বৈঠক করেছেন।