ইসলামিক ব্যাংক জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র টোটন

খেলাধুলা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইসলামিক ব্যাংক জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভি.জে উচ্চ বিদ্যালয় ২-১ গোলে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ একাদশকে পরাজিত করেছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। বর্তমানে ছেলেরা নেশার কারণে খেলাধুলা ভুলেই গেছে। যখন খেলার সময় তখন ছেলেরা ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজা সেবন করে নিজেকে ধ্বংস করছে। সেজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা ফুটবল অ্যায়োসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক আশাদুজ্জামান মিঠু প্রমুখ।

Leave a comment