যশোরে ২০ হাজার জেএসসি পরীক্ষার্থীর নিবন্ধন ভুলে ভরা

 

স্টাফ রিপোর্টার: যশোর বোর্ডের প্রায় ২০ হাজার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীর নিবন্ধনে ভুল ধরা পড়েছে। পঞ্চম শ্রেণির (পিএসপি) সমাপনী সনদ দেখে লিখতে গিয়ে কোনো পরীক্ষার্থীর নামের বানান, কারো বাবা বা মায়ের নাম ভুল হয়েছে। আবার কোনো পরীক্ষার্থীর ছবির স্থানে অন্যের ছবি দেয়া হয়েছে। এছাড়াও পিএসপির সনদ বাংলায় হওয়ায় জেএসসির নিবন্ধন ইংরেজিতে করা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে নিবন্ধনের আবেদনে ভুল করায় এ অবস্থা হয়েছে। পরীক্ষার ২০ দিন আগে ভুল সংশোধনে বোর্ড কর্তৃপক্ষকে হিমসিম খেতে হচ্ছে। যশোর বোর্ডের অধীনে ২ হাজার ৭৫০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এইচএসসি ও এসএসসির মতো জেএসসির নিবন্ধনসহ আনুষঙ্গিক কার্যাদি এখন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ অনলাইনে সম্পাদন করে। বিশেষ করে নিবন্ধন করার ক্ষেত্রে স্ব স্ব বিদ্যালয় ফরম পূরণ করে পরীক্ষার্থীদের ছবি স্ক্যান করে বোর্ডে পাঠিয়ে থাকে। জেএসসিতে এবারো সেই প্রক্রিয়ায় নিবন্ধন করতে গিয়ে বেশিমাত্রায় ভুল হয়েছে।

যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আব্দুস সালাম বিশ্বাস জানান, পিএসপির সনদ বাংলায় লেখা। জেএসসির নিবন্ধনসহ সব কার্যক্রম ইংরেজিতে। শিক্ষকরা বাংলায় লেখা সনদ দেখে ইংরেজিতে নাম, বাবার নাম, মায়ের নাম লিখতে গিয়ে ভুল করেছেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবু দাউদ জানিয়েছেন, স্কুলগুলোর ভুলের খেসারত বোর্ডের দিতে হচ্ছে। তারপরও জেএসসি পরীক্ষার ১৫ দিন আগে প্রবেশপত্র দেয়ার জন্য ছুটির দিনেও কাজ করা হচ্ছে।