স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ওয়ারেন্টি আসামি বুজরুক গড়গড়ির আবু ইউসুফকে গ্রেফতার করেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গতকালই ইউসুফকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা বুজরুক গড়গড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে একটি মামলার পলাতক আসামি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানার এএসআই তকিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।