কালীগঞ্জে ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ী আটক

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৬০ বোতল ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানার এএসআই নাসিরউদ্দীন জানান, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর নামকস্থানে অভিযান চালিয়ে একটি চটের ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা জীবননগর থানার মৃত ওয়াজ ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৫) ও একই উপজেলার সামসুল হকের ছেলে জাহিদ হাসানকে (৩০) আটক করা হয়। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, ফেনসিডিলগুলো সীমান্ত থেকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিলো।