হাফিজের বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান ক্রিকেটকে আরো একটি দুঃসংবাদ শুনতে হলো। এবার মোহাম্মদ হাফিজের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে। ভারতে চলমান চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে গত শনিবার রাতের ম্যাচে পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়ন লাহোর লায়ন্সের অধিনায়ক হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে। একইদিন রাতের ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির দল ডলফিনসের বোলার পেরেলান সুব্রায়ানের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করা হয়েছে। হাফিজ এবং সুব্রায়ান উভয়ের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেছেন ফিল্ড আম্পায়ার এবং এরপর থার্ড আম্পয়ার। হাফিজ এবং সুব্রায়ান উভয়কেই সতর্কীকরণের তালিকায় রাখা হবে। অবশ্য পুনরায় তাদের বিরুদ্ধে রিপোর্ট না হওয়া পর্যন্ত তারা খেলা চালিয়ে যেতে পারবেন।