ঢাবির চ ইউনিটেও ফল বিপর্যয় : পাস মাত্র ৩.১০ শতাংশ

 

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলেও বিপর্যয় ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় ফলাফল প্রকাশের পর বিশ্লেষণ করে দেখা যায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৯৬.৯০ শতাংশই ফেল করেছে। ৭ হাজার ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাশ করেছে মাত্র ২২৬ জন। গত ১৩ সেপ্টেম্বর ২০১৪ শনিবার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি চারুকলা অনুষদে মোট ১৩৫টি আসন রয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। ভিসি এক প্রশ্নের জবাবে বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কারো নেই। এ পরীক্ষা নিয়ে কারো প্রশ্ন থাকতে পারে না। এটা নিয়ে শুধুমাত্র একাডেমিক কাউন্সিল প্রশ্ন তুলত পারে। এ সময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ প্রমুখ।