জীবননগর পুরাতন চাকলার তরুণ কৃষক নজরুলের জ্ঞান ফিরেছে : তার অভিযোগ

 

জমি নিয়ে বিরোধের জের ধরেই দলেচটকে নির্যাতন!

স্টাফ রিপোর্টার: জীবননগর রায়পুর পুরাতন চাকলার তরুণ কৃষক নজরুল ইসলামের জ্ঞান ফিরেছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। জ্ঞান ফেরার পর গতকাল তিনি বলেছেন, জমিজমা নিয়ে গ্রামেরই হান্নান ও মান্নানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তারই জের ধরে ওরাসহ তাদের লোকজন মাঠের রাস্তা থেকে ধরে পূর্বমাঠের মেহগনি বাগানে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে। মারা গেছি ভেবে ফেলে রেখে যায়।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জীবননগরের পুরাতন চাকলার আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩২) গতপরশু রাতে গ্রাম সংলগ্ন পূর্বমাঠের মেহগনি বাগানে পড়ে ছিলেন। হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে রাতে মাঠেরই খালে মাছ ধরতে যাওয়া কয়েকজন তাকে উদ্ধার করে। তার পাশেই পড়ে ছিলো মোবাইলফোন। তার পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়। উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপতালে। পরশু রাতে তার জ্ঞান না ফেরায় ঘটনার নেপথ্য জানা যায়নি।