ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারসহ তিন কর্মকর্তা বদলি

 

ঝিনাইদহ প্রতিনিধি: হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারসহ দুজন সহকারী কমিশনারকে (ভূমি) একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন- হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আমিন, শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ-উল-মোস্তাক এবং তার স্ত্রী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহসীনা আক্তার বানু। জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারকে চট্টগ্রাম এবং অপর দুজনকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিদায় জানানো হয়। নামজারি মামলায় অনিয়ম করার অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর শৈলকুপা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। একই অভিযোগে শৈলকুপা পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) মো. আকমল হোসেনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অভিযোগ করা হয়, এরা শৈলকুপার কবীরপুর মৌজার মৃত বৃন্দাবন সাহার ছেলে জনৈক সচ্চিদানন্দ সাহা ১৪২ শতক এবং বারইপাড়া গ্রামের সাব্দার হোসেন মোল্লার ছেলে শাহিন হোসেন ১০ শতক জমির রেকর্ড সংশোধনের জন্য নাম জারির মামলা করেন। টাকার বিনিময়ে এ মামলা দুটি নিষ্পত্তি করার খবর ফাঁস হয়ে পড়ে। বিষয়টি জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম জানতে পারেন এবং নাম জরির মাধ্যমে সংশোধন করা রেকর্ড বাতিল করে দেন। এরই এক পর্যায়ে সহকারী ভূমি দুজনকে বদলির আদেশ দেয়া হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত এসিল্যান্ড ছিলেন। তার বিরুদ্ধেও সম্প্রতি কিছু অভিযোগ উত্থাপন হয়। তবে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেছেন, ষড়যন্ত্রমুলক তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। কারো কাছ থেকে টাকা নেননি বলেও দাবি করেন তিনি।