আ. লীগ নেতা ইয়াছনবীকে বোমা মেরে হত্যা অপচেষ্টার প্রধান আসামি মুজিবনগর বাবুপুরের মান্নান গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুরের আওয়ামী লীগ নেতা ইয়াছনবীকে গুলি ও বোমা মেরে হত্যা অপচেষ্টার ঘটনায় মান্নান (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১২টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই বাবলুর রহমান, এসআই আফজাল হোসেন ও এএসআই মেজবাহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালমারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক মান্নান মেহেরপুর মুজিবনগরের বাবুপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মান্নান আওয়ামী লীগ নেতা ইয়াছনবীকে গুলি ও বোমা মেরে হত্যা চেষ্টার প্রধান সন্দেহভাজন আসামি। তাকে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাত পৌনে আটটার দিকে আওয়ামী লীগ নেতা ইয়াছনবীকে হত্যার উদ্দেমে জগন্নাথপুর বাজারে নিশান কম্পিউটার অ্যান্ড ডিজিটাল স্টুডিওর সামনে এক রাউন্ড গুলি ও পরপর ৪টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জগন্নাথপুরের আছের হালসনা নামের এক যুবলীগ কর্মী রক্তাক্ত জখম হন। ঘটনার পর দিন ইয়াছ নবী বাদী হয়ে অজ্ঞাতনামা ৩৫/৪০ জনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন।