কালীগঞ্জে জামায়াতের ৩৮ মহিলা নেতাকর্মীসহ ৪০ জন আটক

ঝিনাইদহ অফিস: নাশকতার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের ৩৮ জন নারী কর্মীসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ পৌর শহরের ঢাকালেপাড়ার জামায়াত নেতা আব্দুস সবুরের বাড়িতে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদেরকে আটক করে। এ সময় পুলিশ বাড়ির মালিক আব্দুস সবুরসহ সাইফুল ইসলাম নামে আরো এক মাদরাসা শিক্ষককে আটক করে। পুলিশ ওই বাড়ি থেকে সংগঠনের গঠনতন্ত্র, রেজুলেশন, জিহাদি বই, রেজিস্ট্রার, কয়েকটি মোবাইলফোন ও বিভিন্ন জেহাদি বইপত্র উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, তারা গোপন খবরের ভিত্তিতে জানতে পারেন জামায়াত নেতা-কর্মীরা ঢাকালেপাড়ার আব্দুস সবুরের বাড়িতে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। প্রতি শুক্রবার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের মহিলাদের আব্দুর সবুরের বাড়িতে এনে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হতো। তাদের কাছ থেকে প্রতি মাসে সংগঠনের ইয়ানত হিসাবে নেয়া হতো নগদ টাকা। দীর্ঘদিন এ বাড়িতে জামায়াতের মহিলাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে নেতাকর্মীদের নিকট থেকে মাসিক ইয়ানতের টাকা সবুর আদায় করতো। আব্দুস সবুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগে ও মতিউর রহমান সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। গত কয়েক বছর ধরে এদের দায়িত্ব ছিলো কালীগঞ্জ উপজেলা মহিলা কর্মীদের ধর্মীয় কথা বলে দলে ধরে রাখা ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া। আব্দুস সবুর পুলিশের কাছে স্বীকার করেছেন, তার বাড়িতে মহিলাদের প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক তিনি দায়িত্ব পালন করতেন।

আটককৃতরা হলো- ইতি খাতুন, মাহফুজা বেগম, খাতুন, মর্জিনা খাতুন, রুমা খাতুন, হিরা খাতুন, রেহেনা, নুরজাহান, হুসনে আরা বেগম, আফসানা খাতুন, সেলিনা বেগম, মুর্শিদা খাতুন, রাহিদা খাতুন, তানিয়া খাতুন, নিলা বেগম, মিনা বেগম, ফিরোজা খাতুন, আসমা খাতুন, সালমা খাতুন, রেবেকা খাতুন, পারভীনা খাতুন, নাসিমা, নুরজাহান, লাখি বেগম, হাজেরা বেগম, সুফিয়া খাতুন, সাবিনা বেগম, সাজেদা, রহিমা খাতুন, শিরিনা, মাহমুদা বেগম, মনোয়ারা বেগম, আরজিনা বেগম, পলি বেগম, হাজু বেগম, কনা, রেবেকা ও ময়ুরী বেগম। আটককৃত মহিলাদের মধ্যে অনেকে শুক্রবার প্রথম এসেছিলো জামাতের বৈঠকে। অনেক মহিলাদের কাছে রয়েছে ছোট ছোট শিশু। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।

জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা জামায়াতের ২ জন ও ৩৮ জন মহিলা জামায়াতকর্মীকে গ্রেফতার করায় শিবির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি ওমর ফারুক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জের ঢাকালেপাড়ার এক বাড়িতে জামায়াতের মহিলাকর্মীদের ধর্মীয় অনুষ্ঠান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছিলো। আটককৃত মহিলাদের অনেকেরই ছোট বাচ্চা রয়েছে। ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি জিল্লুর রহমান, কালীগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি রাসেল হোসেন, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আবুল কাশেম ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাও. ওলিয়ার রহমান অন্যায়ভাবে পর্দানশীল মহিলাদেরকে আটকের তীব্র নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।