চাঞ্চল্যকর মাবিয়া হত্যামামলায় ৩ জনের যাবজ্জীবন

মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রায়

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপিনাথপুর গ্রামের চাঞ্চল্যকর মাবিয়া হত্যামামলার ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- দারিয়াপুর গ্রামের জবেদ আলীর ছেলে সুরুজ আলী, আজাদের ছেলে সামসুল আলম ও খোকনের ছেলে আব্দুল জাব্বার। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা জনাকীর্ণ আদালতে এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী ছিলেন এপিপি অ্যাড. কাজী শহিদুল ইসলাম এবং আসামিপক্ষের অ্যাড. শহিদুল ইসলাম।

মামলার এজাহারে জানা গেছে, গোপিনাথপুর গ্রামের জবেদ ওরফে জগত আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা মাবিয়া খাতুন মাটিকাটা শ্রমিকের কাজ করতো। সাজাপ্রাপ্ত তিন আসামি ২০০৭ সালের ৩ জানুয়ারি রাতে মাবিয়াকে একা পেয়ে ধর্ষণ করে। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যার পর দারিয়াপুর বিজিবি ক্যাম্পের অদূরে একটি মাঠের মধ্যে লাশ ফেলে যায়। ঘটনার পর দিন মাবিয়ার ভাই বাছেদ আলী বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যামামলা দায়ের করেন। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ওই বছরের ২৬ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি আব্দুল জাব্বার ও সামসুল আলম। তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হাওলাদার ঘটনার তদন্ত শেষে ওই বছরের ১৩ মে দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে দায়ী করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগ গঠন হলে বিভিন্ন সময়ে ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করেন বিজ্ঞ বিচারক। পরবর্তীতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতে মামলাটি প্রেরণ করেন জেলা ও দায়রা জজ আদালত। মোট ৫৮ কার্যদিবসে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে আসামিদের মেহেরপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।