খবর: (মহেশপুরে চালককে জবাই করে মোটরসাইকেল ছিনতাই)
যাবো কোথায় খাবো কী
ভাবছি দেশের সবাই,
জানি না ছাই কোন ফাঁকে কে
করে দেবে জবাই।
আইন আইন করে যারা
সদায় করে গর্ব,
সকাল বিকেল চলাফেরা
হচ্ছে তাদের খর্ব।
প্রাণ চলে যায় পাখির মতো
আইন থাকে কই,
ওপরে এক তলায় আরেক
দেখে অবাক হই।
-আহাদ আলী মোল্লা