মেহেরপুর-মুজিবনগর সড়কে সড়ক দুর্ঘটনায় যুবক আহত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-মুজিবনগর সড়কে বামনপাড়া শ্মশানঘাট এলাকায় মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ হোসেন (২৮) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের হাবিবের ছেলে ফিরোজ হোসেন একজন সঙ্গীকে মোটরসাইকেলে নিয়ে মেহেরপুর শহর থেকে বাড়ি ফিরছিলো। পথে বামনপাড়া শ্মশানঘাট এলাকায় পৌঁছুলে তার মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি একটি আলগামনের সংঘর্ষ হয়। এতে ফিরোজ হোসেন মারাত্মক আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মোটরসাইকেলটি উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নেয়।