দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার পৃথক স্থান থেকে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে দামুড়হুদা থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের মুনতাজ আলী ফারাজির ছেলে দর্শনা পৌর ছাত্র-শিবিরের সাংগঠনিক সম্পাদক তানজিল আহম্মেদ (২৫), কুড়ুলগাছি গ্রামের আবু জাফরের ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবু সাইদ (৩৯) ও আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া মানিকনগরের মৃত কোরবান আলীর ছেলে নুর ইসলামকে (৩৪) গ্রেফতার করে। দামুড়হুদা মডের থানার ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দর্শনায় শিবিরকর্মী হত্যা মামলাসহ নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।