হরিণাকুণ্ডু থেকে চুরি হওয়া মোটরসাইকেল দুটি ঝিনাইদহ ডিবি পুলিশ কর্তৃক উদ্ধার

 

হরিণাকুন্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ ক্যাম্পাস সংলগ্ন চাকরিজীবী মুস্তাফিজুর রহমান মুন্নুর বাড়ি থেকে গত শুক্রবার রাতে চুরি হওয়া মোটরসাইকেল দুটি ঝিনাইদহ ডিবি পুলিশ কর্তৃক উদ্ধার হয়েছে। চুরির পরদিন ঝিনাইদহ ডিবি পুলিশের একটি টহল টিম মাদকসহ বিভিন্ন চোরাকারবারীচক্রকে গ্রেফতার করতে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে চেকপোস্ট বসায়। রাত বারোটার দিকে দুটি মোটরসাইকেল নিয়ে দু চালক চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক হয়ে দ্রুত গতিতে ডাকবাংলা বাজার অতিক্রমের চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের টহল দল গাড়ি দুটি থামাতে গেলে বেপরোয়া গতিতে তারা বাজার অতিক্রমের চেষ্টাকালে একজন চালক গাড়ি নিয়ে পড়ে যায় এবং গাড়ি রেখে সে পালিয়ে যায়। অপর চালক দুর্ঘটনার সুযোগ নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহ অভিমুখে সটকে পড়ে। পেছন থেকে ডিবির সদস্যরা তাকে ধাওয়া করলে ঝিনাইদহ পুলিশ লাইনের নিকটবর্তী গতিরোধক অতিক্রমের সময় দুঘর্টনায় পতিত হয়ে গাড়ি রেখে সেও পালিয়ে যায়। পরে মোটরসাইকেল দুটি ডিবি পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। সকালে এ সংবাদ জানাতে পেরে চুরি হওয়া মোটরসাইকেল দুটির মালিক ঝিনাইদহ ডিবি পুলিশের সাথে যোগাযোগ করেন। এ বিষয়ে ডিবির ওসি সোলাইমান হক জানান, উদ্ধারকৃত মোটরসাইকেল দুটির মালিক গাড়ির কাগজপত্র নিয়ে তাদের দপ্তরে হাজির হলে, কাগজপত্র যাচাইবাছাই করে মোটরসাইকেল দুটি মালিকদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেল দুটির মধ্যে শিক্ষক ফারুক হোসেনের একটি (ঝিনাইদহ-১১-০৯২৫)। অপর গাড়িটি পৌরসভায় চাকরিরত শাহীন আহম্মেদের (ঢাকা-মেট্রো-৩৫-৭২৪৭) বুঝে পেয়েছেন বলে নিশ্চিত করেন।