ফলোআপ: ঝিনাইদহের ডক্টরস ক্লিনিকে স্বামী-স্ত্রীর মৃত্যু: ডা. হামিদুন্নেছা পাখিসহ ৫ জনকে অসামি করে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের উপজেলা পাড়ার ডক্টরস ক্লিনিকে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ঘটনার ছয় দিন পর পুলিশের এসআই সালাহউদ্দীন বাদী হয়ে মামলাটি করেন। ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার এএসআই রাশিদা সুলতানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্লিনিক মালিক ডা. হামিদুন্নেছা পাখিসহ চারজনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, মামলার অন্য আসামিরা হলেন- কারাগারে আটক ডক্টরস ক্লিনিকের ম্যানেজার কাজী রাশিদুন্নেছা শিউলি, নার্স রওশান আরা খাতুন ও ওয়ার্ডবয় কলিমুদ্দীন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গত ১৩ সেপ্টম্বর দুপুর ১২টার দিকে জুয়েল ও তার স্ত্রী নাসরিন দীর্ঘদিন সন্তান না হওয়ার কারণে ডাক্তার দেখাতে আসেন। তাদের সিমেন (র্স্পাম) পরীক্ষার জন্য ক্লিনিকের একটি কক্ষ খুলে দেয়া হয়। দীর্ঘ দু ঘণ্টা পার হয়ে গেলে তাদের বের হতে দেরি দেখে দরজা ধাক্কা দেয় ক্লিনিকের ওয়ার্ডবয় কলিমুদ্দিন। দরজা খোলার পর দেখা যায় স্বামীর মরদেহ মেঝেতে ও স্ত্রীর মরদেহ বিছানার ওপর পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতদের স্বজনরা মামলা না করায় পুলিশ মৃত্যু রহস্য উদঘাটনে গত বৃহস্পতিবার ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়া গেছে, ক্লিনিক মালিক ও নিহতদের স্বজনরা বিষয়টি পাঁচ লাখ টাকায় মীমাংসার মাধ্যমে মামলা না করার জন্য চুক্তিবদ্ধ হন। এ কারণে ঘটনার পর থেকেই জুয়েল ও নাসরিনের স্বজনরা মামলা করতে থানায় আসেননি। ফলে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।