জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মাধবপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণ অপচেষ্টার অভিযোগে তার খালু মানিককে (৩২) গ্রেফতার করা হয়েছে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে মানিককে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও নূরুল হাফিজ তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
মানিকের স্ত্রী কাঞ্চন বালার অভিযোগে জানা যায়, উপজেলার বাড়ান্দি গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিগত ৫ বছর যাবত তার মাধবপুর গ্রামে অবস্থিত তার বাড়ি থেকে লেখাপড়া করে। গত শনিবার দুপুরে তার খালু মানিক কৌশলে তাকে ধর্ষণের অপচেষ্টা চালায়। শিশুটি তার খালাকে এ ঘটনা খুলে বললে তার খালা স্বামী মানিকের বিরুদ্ধে গতকাল ধর্ষণ অপচেষ্টার অভিযোগ আনেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মানিককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।