কে
আলমডাঙ্গা ব্যুরো: দীর্ঘ দেড় বছর সংসার করার পরও কন্যা অপহরণের মামলায় পুলিশ গ্রেফতার করেছে আলমডাঙ্গার বলরামপুরের শাহিন রেজাকে।
জানা গেছে, বলরামপুরের শাহাদত হোসেনের ছেলে শাহিন রেজা (২৪) কুষ্টিয়ার ইবি থানার নৃসিংহপুর গ্রামের আসাদ মল্লিকের মেয়ে শিউলির (২০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রায় দেড় বছর পূর্বে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে দিব্যি সংসার করছে। এদিকে এ প্রেমের বিয়ে মেনে নিতে পারেনি কন্যাপক্ষ। শিউলী খাতুনের মা বাদী হয়ে ইবি থানায় শাহিন রেজার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে। ওই মামলার আসামি হিসেবে গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ শাহিন রেজাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। ওই সময় শিউলী খাতুনকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।