অজ্ঞান ব্যক্তির পরিচয় মিলেছে : তার বাড়ি হরিণাকুণ্ডুর চিৎলিয়ায়

 

স্টাফ রিপোর্টার: অজ্ঞান অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দু দিন ধরে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সীর পরিচয় মিলেছে। দৈনিক মাথাভাঙ্গায় সচিত্র প্রতিবেদন দেখে গতকাল তার নিকটজনেরা ঝিনাইদহ হরিণাকুণ্ডুর চিৎলিয়া থেকে ছুটে এসে অজ্ঞান ব্যক্তির চিকিৎসার আশু পদক্ষেপ নেন।

জানা গেছে, ১৬ সেপ্টেম্বর দুপুরে কয়েকজন ব্যক্তি মধ্যবয়সী একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে রেখে ফিরে যান। ফিরে যাওয়ার সময় তারা নিজেদেরকে উত্তরা পরিবহনের স্টাফ বলে পরিচয় দিয়ে একটি মোবাইলফোন নম্বর রেখে যান। সেই মোবাইলফোন নম্বর যেমন বন্ধ পাওয়া যায়, তেমনই দু দিন ধরে অজ্ঞান অবস্থায় পড়ে থেকে তার মৃত্যুঝুঁকি বাড়তে থাকে। এ বিষয়ে পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পত্রিকা পড়েই নিকটজনেরা গতকাল ছুটে আসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তারা অজ্ঞান অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলেন, অজ্ঞান ব্যক্তির নাম আজমল হোসেন। পিতার নাম জালাল উদ্দীন। বাড়ি ঝিনাইদহ হরিণাকুণ্ডুর চিৎলিয়াপাড়ায়। গতকালই অবশ্য আজমল হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে।