চুয়াডাঙ্গা পৌরসভার সাথে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চুক্তি সম্পাদন

 

মোবাইলফোনেই পরিশোধ করা যাবে পৌর পানির বিল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার পানির বিল পরিশোধ করতে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর দুশ্চিন্তা? আর নয়। শিওর ক্যাশের একাউন্ট হোল্ডার হয়ে মোবাইলফোনেই তা ঘরে বসেই পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে গতকাল চুয়াডাঙ্গা পৌরসভার সাথে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চুক্তি সম্পাদন হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে চুক্তির সম্পাদন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র সাইফুল আরিফ বিশ্বাস লিটু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ম্যানেরাজ (অপারেশন) শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ব্যাংকের এভিপি আইটি বিভাগের প্রধান তাহের আহমেদ চৌধূরী, চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক নাসির উদ্দীন, হেড অব সেলস শেখ আমিনুর রহমান, ফার্স্ট পে-শিওর ক্যাশ’র চুয়াডাঙ্গা জেলা ডিস্ট্রিবিউটর একেএম সালাউদ্দিন মিঠু ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন।

বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেন, চুয়াডাঙ্গা পৌরসভায় পানির গ্রাহকের সংখ্যা বর্তমানে ৫ হাজার ৬শর অধিক। এতোদিন ব্যাংকের মাধ্যমে পানির বিল পরিশোধ করতে হতো গ্রাহকদের। এ জন্য মাঝে মাঝেই পড়তো লম্বা লাইন। সে বিড়ম্বনা আর নয়। ফার্স্ট পে-শিওর ক্যাশের একাউন্ট খুলে এখন থেকে গ্রাহকরা পৌর পানির বিল মোবাইলফোনের মাধ্যমেই পরিশোধ করতে পারবেন। এ জন্য সর্বনিম্ন ৪ টাকা হারে এবং শতকরা ১ টাকা হারে শিউর ক্যাশকে দিতে হবে। সে হিসাবে ৫শ টাকার বিল পরিশোধ করতে হলে শিওর ক্যাশকে দিতে হবে বিলের ৫শ ৫ টাকা।

ফার্স্ট পে-শিওর ক্যাশের চুয়াডাঙ্গা ডিস্ট্রিবিউটর সালাউদ্দিন মিঠু বলেন, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটেই রয়েছে আমাদের প্রতিষ্ঠান। পৌর পানির বিল মোবাইলফোনের মাধ্যমে পরিশোধের জন্য বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া শিউর ক্যাশের যেকোনো এজেন্টের নিকট থেকেউ তথ্য জেনে মোবাইলফোনের মাধ্যমে পৌর পানির বিল পরিশোধ করা যাবে।