২৮ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের জয়

 

মাথাভাঙ্গা মনিটর: দীর্ঘ ২৮ বছর পর এশিয়ান গেমসে জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ১-০ গোলে আফগানিস্তানকে হারিয়ে জয়লাভ করে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের ডিসিপ্লিনে নিজেদের প্রথম খেলায় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। খেলার ৮৩ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশ দল আক্রমণ চালায় আফগানদের ওপর। এক পর্যায়ে অধিনায়ক মামুনুলের চেষ্টা সফল হয়। আফগানদের জালে বল গেলে আনন্দে মেতে উঠে টাইগাররা।

আগামী ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৭তম এশিয়ান গেমসের পর্দা উঠবে। তার আগেই শুরু হয়েছে ডিসিপ্লনারি পর্ব। আফগানিস্তান ছাড়াও বাংলাদেশের জন্য বি গ্রুপে রয়েছে হংকং ও উজবেকিস্তান। আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর ২২ সেপ্টেম্বর সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকঙের বিরুদ্ধে খেলবে।