আবারও সুয়ারেজের কামড়!

মাথাভাঙ্গা মনিটর: আবারও প্রতিপক্ষের খেলোয়াড়দের কামড়াচ্ছেন লুইস সুয়ারেজ। কেবল প্রতিপক্ষই নয়, উরুগুইয়ান এ স্ট্রাইকারের কামড় থেকে রক্ষা পাননি বার্সেলোনা-সতীর্থ ইভান রাকিতিচও! প্রথম দু লাইন পড়ে নিশ্চয়ই যথেষ্ট অবাক হয়েছেন। গাঁজাখুরি গপ্পো লেখার জন্য এ প্রতিবেদককে বকাঝকাও শুরু করেছেন। কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারেই ‘অসত্য’ নয়। সুয়ারেজের নতুন দফার কামড় বাস্তব জগতের না হলেও ভার্চুয়াল জগতে কিন্তু ঠিকই আলোড়ন তুলেছে।

হ্যাঁ, ভার্চুয়াল জগৎ​! বিশ্বখ্যাত কম্পিউটার গেম ‘ফিফা’ বাজারে যে নতুন সংস্করণ ছেড়েছে, তাতে নাকি সুয়ারেজের কামড়ের ফিচারটি আছে। কেউ যদি বার্সেলোনার হয়ে গেমটি খেলেন, তাহলে তিনি সুয়ারেজকে দিয়ে যতো খুশি কামড়-কাণ্ড ঘটাতে পারবেন। অর্থাৎ খেলোয়াড়ি কারিশমার পাশাপাশি নতুন ফিফা গেমে একমাত্র সুয়ারেজের নামের পাশেই থাকছে অন্যকে কামড়ানোর ফিচার।