বাপকা ব্যাটা!

 

স্টাফ রিপোর্টার: পিতার বাড়ির মালামাল ভ্যানে তুলে শ্বশুরবাড়ির উদ্দেশে যাওয়ার পথে বাধা দেয়ায় পিতা ও মামাকে মেরে আহত করেছে ছেলে শান্তি (২৪)। আহত পিতা চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়া বাগানপাড়ার রবিউল বিশ্বাস ও মামা আব্দুস সাত্তারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে রবিউল বিশ্বাস বলেছেন, আমার তিন মেয়ে এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে শান্তির সম্প্রতি চুয়াডাঙ্গা পৌরসভার পেছনের পাড়ায় বিয়ে হয়। বিয়ের পর থেকেই ছেলে শান্তি ঘরজামাই থাকবে বলে জানায়। তাতে বাধা দিলে উগ্র আচরণ করে। এ কারণে মনের কষ্টে কুটুম বাড়ি বেড়াতে যায়। সেখান থেকেই শুনি বাড়ি থেকে সব মালামার ভ্যানভর্তি করে নিয়ে যাচ্ছে ছেলে। তাকে বাধা দিতে গেলে ছেলে তার মামা ছাত্তারকে মারধর করে। আমি এগিয়ে গেলে আমাকেও মেরেছে।

এদিকে শান্তির পিতা রবিউল গাড়াবাড়িয়ার ঘরজামাই। তার একমাত্র ছেলে ঘরজামাই হওয়ার জন্য মালামাল নিতে গেলে বাধার মুখে বাপ-ছেলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা এ তথ্য জানিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছে, বাপ-ব্যাটার কেউ কম নয়।