দামুড়হুদার উজিরপুরের তোরাপ হত্যামামলা : পুনঃতদন্ত শেষে চার্জশিট দাখিল

ইছাহকের তিন ছেলেসহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

স্টাফ রিপোর্টার: পুনঃতদন্তে অভিযোগপত্র আমলে নিয়ে দামুড়হুদা উজিরপুরের তোরাপ হত্যামামলার আসামিদের গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চুয়াডাঙ্গার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত খ অঞ্চলের বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।

যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন- উজিরপুরের ইছাহক আলীর তিন ছেলে সাইফুল, আশরাফুল, রাশিদুল, এদের মা রূপভান বিবি ও সাইফুলের স্ত্রী স্বপ্না খাতুন। এদের বিরুদ্ধেই নিহত তোরাপ আলীর স্ত্রী জেমমিন খাতুন বাদী হয়ে হত্যামামলা দায়ের করেন। প্রথমে তদন্ত করতে গিয়ে পুলিশ আসামিদের মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। পরে বাদীপক্ষের নারাজি আবেদনের প্রেক্ষিতে পুনঃতদন্তে সকলকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের আদেশ দেন।

মানবতা ফাউন্ডেশন এক প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলেছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিকেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হন তোরাপ আলী। তোরাপ আলীর স্ত্রী বাদী হয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় হত্যামামলা দায়ের করেন। হত্যার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের অব্যাহতি দেয়ার আবেদন জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। মামলার বাদী মানবতা ফাউন্ডেশনের কাছে আইনগত সহায়তা চেয়ে আবেদন করেন। মানবতা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আইনগত সহায়তা প্রদানের হাত বাড়ায়। আদালতে মামলার বাদী নারাজি আবেদন পেশ করলে বিজ্ঞ আদালত মামলার পুনঃতদন্তের আদেশ দেন। এরই প্রেক্ষিতে দ্বিতীয় দফা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গতকাল আদালত তা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল আদালতে শুনানির সময় মামলার বাদীপক্ষে শুনানিতে অংশ নেন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারসহ নিযুক্ত অ্যাড, ইমদাদ হোসেন, অ্যাড. সোহরাব হোসেন, অ্যাড. মসলেম উদ্দীন-২, অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, অ্যাড. জিল্লুর রহমান প্রমুখ।