স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ জুগিরহুদার সাগরকে (২১) পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতরাতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। চোখে মাথায় ও শরীরের বেশ কয়েকটি স্থানে গুরুতর আঘাত করা হয়েছে তার।
হাসপাতালে চিকিৎসাধীন সাগর ও তার শয্যাপাশে থাকা লোকজন বলেছেন, বাড়ি জুগিরহুদা। পিতার নাম ওহিদ হোসেন। ভূষিমালের আড়তে লেবার হিসেবে কাজ করে। সরোজগঞ্জ-বোয়ালিয়া সড়কের ধারের একটি আড়ত থেকে পাট ট্রাকে লোড দিতে গেলে একটি রাস্তায় পড়ে। এ সময় বোয়ালিয়ার মোতালেব সেখানে পৌঁছে দ্রুত পাট সরিয়ে নিতে বলে। এরই এক পার্যায়ে মোতালেব মারমুখি হয়ে সাগরের ওপর চড়াও হয়। মারধর করে। মোতালেব বোয়ালিয়ার আলীর ছেলে।